আপনার জিজ্ঞাসা
কোন কোন আমল করলে মানুষ গুনাহ থেকে রক্ষা পাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৩৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোন কোন আমল করলে মানুষ গুনাহ থেকে রক্ষা পাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোন কোন আমল করলে মানুষ গুনাহ থেকে রক্ষা পাবে? তাহাজ্জুত ছাড়া আর কি আমল করা যায়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র তাহাজ্জুত পড়লে গুনাহ থেকে বাঁচবে—এটা ভাবলে ভুল। গুনাহ থেকে বাঁচতে হলে সর্ব প্রথম হলো—আল্লাহর পর্যবেক্ষণকে নিজের সামনে আনতে হবে। প্রতিটি সময় ভাবতে হবে যে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত হলো, আল্লাহর মহত্বের বিষয়টি নিজের মধ্যে আনতে হবে। গুনাহ করলে আল্লাহ কতটা ভয়ংকর শাস্তি দিতে পারেন সেটা উপলব্ধি করতে হবে। নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাকে বৃদ্ধি করবেন। অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়লেই তিনি আল্লাহর অবাদ্ধতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এরপর আল্লাহর সকল ফরজ ইবাদতগুলো করা। তাহলেই গুনাহ থেকে, অবাধ্যতা থেকে দূরে রাখতে পারবেন।