আপনার জিজ্ঞাসা
খতনায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো জায়েজ কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৫২তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, খতনায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : খতনায় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো জায়েজ কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খতনা দেওয়া সুন্নাত। খতনা উপলক্ষ্যে আত্মীয়স্বজনকে যদি খাওয়া দাওয়া ও দাওয়াত দেওয়া হয় সেটি জায়েজ আছে। এটি যদি ঘরোয়া পদ্ধতি হয় সেটা না জায়েজ কিছু নেই। তবে এটাকে সুন্নাহ হিসেবে ভাবার অবকাশ নেই। এটা অনেকদিন ধরে প্রচলিত। তাই শুধু প্রচলিত বলেই যদি দাওয়াত দিয়ে খাওয়ান তাতে সমস্যা নেই। কিন্তু যদি এটাকে সুন্নাহ ভাবেন তাহলে সেটা গুনাহ হবে। তখন সেটা বেদআত হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র প্রচলন হিসেবেই দাওয়াত দিতে পারেন। তাতে কোনো সমস্যা নেই।