আপনার জিজ্ঞাসা
জামাতে সালাতের সময় কাঁধে কাঁধ লাগানো কি সহীহ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৪৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, জামাতে সালাতের সময় কাঁধে কাঁধ লাগানো কি সহীহ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জামাতে সালাতের সময় কাঁধে কাঁধ লাগানো কি সহীহ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জামাতে সালাত আদায় করার সময় কাঁধে কাঁধ লাগানোটা সঠিক পদ্ধতি। রাসুল (সা.) এ ব্যাপারে বলেছেন, তোমরা একেবারে মিশে দাঁড়াও। সেই অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে পড়াই উত্তম। আবার হাদিস অনুযায়ী। পায়ের সাথে পা লাগানোটাও উত্তম। সুতরাং পাও মেলাবেন, কাঁধও মেলাবেন। দুজন স্বাভাবিকভাবে দাঁড়ালেই দুইটা অটোই মিলে যাবে। তখন এসব নিয়ে ভাবতে হবে না। এসব দাঁড়ানো থেকে হয়ে থাকে। এ জন্য আগে সালাতে দাঁড়ানো টা শিখতে হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে সালাতে দাঁড়াতেই শেখেননি। এসব আফসোসের বিষয়। তাই আগে বলব, সঠিকভাবে সালাতে দাঁড়ানোটা শিখুন।