আপনার জিজ্ঞাসা
তারাবির সালাত দ্রুত পড়ার প্রচলন থেকে বের হওয়ার উপায় কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাব্বির রহমত খান জানতে চেয়েছেন, তারাবির সালাত দ্রুত পড়ার প্রচলন থেকে বের হওয়ার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের দেশে প্রায় দেখা যায় দ্রুতগতিতে তারাবির নামাজ পড়া হয়। আমার প্রশ্ন হলো, তারাবির নামাজ দ্রুতগতিতে পড়ার প্রচলন কীভাবে হলো? তারাবির সালাত দ্রুত পড়ার প্রচলন থেকে বের হওয়ার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তারাবির নামাজ দ্রুতগতিতে পড়ার প্রচলন তো শয়তান করেছে। আমরা জানি, তারাবির নামাজ ২০ রাকাত পড়া হয়ে থাকে। তখন শয়তান এসে ধোকা দেয় যে, ২০ রাকাত পড়লে তো তিন ঘণ্টার বেশি সময় লাগবে। তাই, শয়তান গতি বাড়িয়ে দেওয়ার মন্ত্রণা দেয়। আমাদের সমাজের অনেকে সেই গতির দিকটা গ্রহণ করেছে। এখন তিন ঘণ্টার নামাজ ২০ মিনিটে শেষ করা হয়। আপনি দেখবেন, গতি কমিয়ে দিলে আবার সবাই শেষ করছে না। কয়েক রাকাত পড়ে মানুষ বের হয়ে যাচ্ছে। তাই, এ পরিবর্তন আনতে হলে আমাদের চেতনাগত পরিবর্তন আনতে হবে। মানুষের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেদের চিন্তা-চেতনার মধ্যে পরিবর্তন আসবে না, ততক্ষণ এর পরিবর্তন হবে না। পরিবর্তন আনতে হলে আলেমদের কাজ করতে হবে। আলেমদের সবাইকে বোঝাতে হবে, এটি রাতের একটি দীর্ঘ ইবাদত। এটি ধীরেসুস্থে আদায় করবেন। আপনি ২০ রাকাত নয়, আপনি চার রাকাত পড়ুন বা ৮ রাকাত পড়ুন। কিন্তু, ধীরে সুস্থে পড়বেন। তাহলে আপনার রাতের নামাজ আদায় হয়ে যাবে। এখানে উদ্দেশ্য হলো রাতের ইবাদত করা। কয় রাকাত হবে, তা উদ্দেশ্য নয়। তাহলে রাসুল (সা.) বলতেন, ১০০ রাকাত পড়ার কথা। তাই বলব, রাকাতের কথা চিন্তা না করে ধীরেসুস্থে সালাতে মনোযোগ দিন।