আপনার জিজ্ঞাসা
তিনটি জুমা না পড়লে কি মানুষ মুসলিম থাকে না?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৪১তম পর্বে ই-মেইলের মাধ্যমে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, তিনটি জুমা না পড়লে কি মানুষ মুসলিম থাকে না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তিনটি জুমা না পড়লে কি মানুষ মুসলিম থাকে না?
উত্তর : ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত মিস করে, মানে সেটা জুমা হোক বা অন্য সালাত হক তাহলে তার কাজটা কুফরি। যদি সে কুফরি করে তাহলে সে মুসলিম থাকবে কী করে? এটা হলো প্রথম বিষয়। তাই ইচ্ছাকৃতভাবে সালাত মিস করলেই তার কাজটি কুফরি হবে। দ্বিতীয়ত, কেউ যদি ইচ্ছাকরেই
পরপর তিন জুমা মিস করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এদের ব্যাপারে একটি হাদিস রয়েছে। সেখানে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে তিনটি জুমা মিস করেন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। তাই এই কাজটি যে করবেন, তিনি তো অবশ্যই কুফরি করলেন না তা নিয়ে কোনো
সন্দেহ নেই তেমনি আল্লাহর হেদায়েদ পাবেন না।