আপনার জিজ্ঞাসা
না বুঝে শিরক করে মারা গেলে পরিণতি কী হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে মুস্তাক আহমেদ জানতে চেয়েছেন, না বুঝে শিরক করে মারা গেলে পরিণতি কী হবে ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যারা না বুঝে শিরক করে মারা যান তাদের পরিণতি কী হবে? তা যদি এমন হয় যে বিষয়টি সম্পর্কে জানতো না এই জন্য তওবা করতে পারল না। এভাবেই মারা গেলে তার পরিণতি কী হতে পারে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি এমন হয় যে, যে শিরক কাজটি করেছেন সেই সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না কিংবা এই বিষয়গুলো তার কাছে স্পষ্ট ছিল না তাহলে তার ওই কাজগুলো কবিরাহ গুনাহ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে তিনি আল্লাহর ইচ্ছাকৃত শাস্তি পাবেন। আল্লাহ ইচ্ছা করলে ওই মানুষকে শাস্তি দেবেন আবার ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। তবে এটা নির্ভর করে ওই ব্যক্তির অন্তরের ওপর। সত্যিই তার কাছে বিষয়টি কতটা অস্পষ্ট ছিল সেটার ওপর নির্ভর করে। এখন আল্লাহ তাকে শাস্তি দেবেন কিনা সেটা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করছে। তবে এখানে আরেকটি বিষয় আছে। এটি ভালো করে জানতে হবে যে, কিছু বিষয় আছে যেগুলো না জানা কিংবা না বুঝার কোনো অবকাশ নেই। যদি তেমন কোনো শিরক কাজ হয় তখন তার কাজটি অবশ্যই কুফরি হবে। এটা নিয়ে সন্দেহ নেই। সে জাহান্নামি হয়ে যাবে। যেমন—কবরে সিজদাহ কিংবা কোনো কিছুকে সিজদাহ করা এসব শিরক। এসবের কোনো ক্ষমা নেই।