আপনার জিজ্ঞাসা
নিয়মিত সুন্নাত সালাত আদায় করলে কি জান্নাতে ঘর দেওয়া হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, নিয়মিত সুন্নত সালাতগুলো আদায় করলে কি জান্নাতে ঘর দেওয়া হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নিয়মিত সুন্নত সালাতগুলো আদায় করলে কি জান্নাতে ঘর দেওয়া হয়? এটা কি নিয়মিত আদায়কারীদের জন্য নাকি প্রতিদিনের জন্য আলাদা?
উত্তর : আপনি দৈনিকের ১২ রাকাত সুন্নাহর কথা বলেছেন। যেগুলো ফরজের সঙ্গে আদায় করা হয়ে থাকে। এই গুলো কেউ যদি নিয়মিত আদায় করে থাকে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। এই হাদিসটি সহীহ। এটা নিয়ে সন্দেহ নেই। এই হাদিস থেকে বুঝা যায়, এটা নিয়মিত যে ব্যক্তির করবেন তাকে আল্লাহ দেবেন। যারা নিয়মিত করেন তারা তো পাবেই আবার কেউ যদি বেশিরভাগ আদায় করে থাকেন তাকেও আল্লাহ খুশি করবেন। যদি ইচ্ছাকৃতভাবে কেউ না পড়ে তাহলে তার জন্য এই ফজিলত হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে পড়তে পারেননি তার জন্য সমস্যা না হতে পারে। কারণ বান্দার সমস্যা থাকতেই পারে।