আপনার জিজ্ঞাসা
পাপ থেকে দূরে থাকার উপায় কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮২তম পর্বে ই-মেইলের মাধ্যমে মতিউর রহমান জানতে চেয়েছেন, পাপ থেকে দূরে থাকার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পাপ থেকে দূরে থাকার উপায় কী?
উত্তর : খুব বড় একটি প্রশ্ন করেছেন। তবে সংক্ষেপে বলব যে, পাপ থেকে দূরে থাকতে প্রথমত আপনি আপনার অন্তরের মধ্যে সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করবেন। মনে রাখবেন যে, আল্লাহ সর্বদা আপনাকে দেখছেন। মোট কথা আল্লাহর পর্যবেক্ষণকে নিজের সামনে নিয়ে আসবেন। দ্বিতীয়ত হলো, দুনিয়াকে অগ্রাধিকার না দেওয়া। দুনিয়ার প্রতি কেউ যদি বেশি গুরুত্ব দেয় তাহলে তিনি পাপে লিপ্ত হবেন। নিজের ঈমানকে শক্ত করার চেষ্টা করবেন। দুনিয়ার সব প্রকার গুনাহ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। তৃতীয়ত হলো, নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন। যে মন চাইল যা ইচ্ছা করলাম—এমন মনোভাব থেকে বের হবেন। এখানে মনকে শক্ত করাটাই সবচেয়ে বড় ব্যাপার। এ ছাড়া এটা নিয়ে অনেক কথা বলার রয়েছ। তবে সময় স্বল্পতায় সম্ভব নয়। তবে একটা বলব, আল্লাহকে ভয় করুন, নিজের চেতনাকে ঠিক করুন তাহলেই পাপ থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।