আপনার জিজ্ঞাসা
পীরের শিষ্য হওয়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৫৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আবু তায়েব জানতে চেয়েছেন, পীরের শিষ্য হওয়া নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পীরের শিষ্য হওয়া নিয়ে ইসলাম কী বলে? আমি ইসলাম মেনে চলি। আমাকে অনেকে বলে পীরের শিষ্য হতে। তবে আমি তাতে আগ্রহী না। তাই জানতে চাই।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানালেন, অনেকে আপনাকে পীরের শিষ্য হতে বলে। কিন্তু আপনি হচ্ছেন না। এক্ষেত্রে বলব, আমাদের সমাজ অনুসারে, পীর ধরা বলতে বুঝায় আপনি সম্পূর্ণ রূপে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে তার ইচ্ছায় নিজেকে পরিচালনা করবেন। তাতে ধারণা করা হয়, পীরই তাকে জান্নাতে নিয়ে যাবে। যদি এই হয় মূল উদ্দেশ্য তাহলে পীর ধরা হারাম। কোনো ব্যক্তি মাধ্যমে নাজাত পাবে কিংবা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে এমন কিছু ভাবলেই এটা শিরক। এটা খুব বড় পাপ। ইসলামে এসব হারাম। দ্বীন হলো ইসলাম। অন্য কেউ কিছু বললে সেটাকেই নিয়ম হিসেবে মেনে নিলে সেটা হারাম। এটা অনেকটা নিজেকে বিক্রি করে দেওয়ার মতো। আমাদের কর্তা আল্লাহ। তাই একমাত্র আল্লাহর কাছেই মুরিদ হওয়া যায়। অন্য কারো হওয়ার প্রশ্নই আসে না। অন্যকে মুরাদ ভাবা মানে আল্লাহর হক নষ্ট করা। অনেকে মনে করে জাহান্নাম থেকে রক্ষা পাবার জন্য পীর ধরা প্রয়োজন। এইগুলো একেবারেই হারাম। এইগুলোর কোনো স্থান নেই ইসলামে।