আপনার জিজ্ঞাসা
পুলসিরাত পার হতে না পারলেই কি জাহান্নামে যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাজমুল ইসলাম জানতে চেয়েছেন, পুলসিরাত পার না হতে পারলেই কি জাহান্নামি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যারা পুলসিরাত পার হতে পারবে না তারা কি জাহান্নামে যাবে?
উত্তর : পুলসিরাত শব্দটি হুবুহু আমাদের সমাজে প্রচলিত। তবে এটি পুরোপুরি সঠিক নয়। এটা আসলে সিরাত। সিরাত মানে রাস্তা। এই রাস্তাটা হবে মূলত সেতুর মতো। হাদিস মতে, পুলসিরাত হলো, এমন একটি ব্রিজ যেটা দীর্ঘ, সেটা জাহান্নামের ওপর দিয়ে প্রবাহিত, এটি চুলের চেয়েও চিকন। এটা নিয়ে অনেক বক্তব্য রয়েছে। আপনি হয়তো, ভাবছেন এটা স্বাভাবিক সেতু। না, এটা এতো সহজ বিষয় নয়। এটা অনেক কঠিন বিষয়। প্রতিটি মানুষকে অবশ্যই এর ওপর দিয়ে যেতে হবে। জান্নাতে যারা যাবে তারা পুলের ওপর দিয়েই যাবে। অনেকেই দ্রুত এই সেতু পার হবেন। কেউ ধীরে যাবেন। যাদের আমল পরিপূর্ণ, যারা জান্নাতে যাওয়া নিশ্চিত করবেন আল্লাহ তারা সহজেই চলে যাবেন। আর যাদের আমল পরিপূর্ণ নয়, কুফরি তারা পার হতে পারবেন না তারা পড়ে যাবেন জাহান্নামে। যারা দুটোই করেছেন তাদের হয়তো বিভিন্ন ধাপ হবে, কষ্ট হবে হয়তো। তবে এসব নিয়ে আল্লাহই স্পষ্ট জানেন। এটা অনেক ভয়ংকর বিষয়।