আপনার জিজ্ঞাসা
প্রস্রাবের পর ৪০ কদম হাঁটাহাঁটি করা কি সুন্নাহ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, প্রস্রাবের পর ৪০ কদম হাঁটাহাঁটি করা কি সুন্নাহ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রস্রাবের পর ৪০ কদম হাঁটাহাঁটি করা কি সুন্নাহ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, রাসুল (সা.) প্রস্রাবের পর ৪০ কদম হাঁটাহাঁটি করেছেন এমন কোনো কথা কিংবা হাদিস কোনো কিছুই হাদিসে আসেনি। এমনকি কোনো সাহাবিদের কাছ থেকেও প্রমাণ হয়নি। এই কথাটি অনেক পরে এসেছে। একদল লোক অতি সতর্কতা অবলম্বনের জন্য এটি এনেছে। আর সে সমস্ত লোক এটাকে আমলে নিয়েছে যাদের এসব ব্যাপারে ওয়াসওয়াসা রয়েছে। এটা বলা চলে একরকমের রোগ। তারাই এটাকে গুরুত্ব দিচ্ছে। রাসুল (সা.) যেহেতু এসব করেননি তাহলে এটা সুন্নাহ নয়। এটা যেহেতু পরে আনা হয়েছে এটা অবশ্যই বেদআত। শুধু তাই নয়, এটা অনেক খারাপ বেদআত। তাছাড়া এটা খুব অশ্লীল একটা বিষয়। এটাকে এভাবে উপস্থাপন করার মানে নেই। এটি কোনো সুন্নাহ নয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।