আপনার জিজ্ঞাসা
ফাতিহার সঙ্গে অন্য সুরা মেলানো সুন্নাহ নাকি ওয়াজিব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে সোহান জানতে চেয়েছেন, ফাতিহার সঙ্গে অন্য সুরা মেলানো সুন্নাহ নাকি ওয়াজিব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফাতিহার সঙ্গে অন্য সুরা মেলানো সুন্নাহ নাকি ওয়াজিব? যদি সুরা ফাতিহার সঙ্গে সুরা না মেলানো হয় তাহলে কি সাহু সিজদা দিতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নামাজে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মেলানোর ব্যাপারটি নিয়ে অনেক মতামত আছে। তবে এটি নিয়ে বিশুদ্ধ বক্তব্য হলো ফাতিহার সঙ্গে সুরা মেলানো হলো সুন্নাহ। আর কেউ যদি সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা না মিলিয়েও পড়েন তাহলেও কোনো সমস্যা নেই। তার নামাজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য তাকে সাহু সিজদা দিতে হবে না। অন্য সুরা পড়লেও নামাজ হয়ে যাবে। তবে সুরা মিলিয়ে পড়াটা হলো সুন্নাহ।