আপনার জিজ্ঞাসা
বাঁ হাত দিয়ে খাওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৩তম পর্বে ইমেইলের মাধ্যমে রিপন আলম জানতে চেয়েছেন, বাঁ হাত দিয়ে খাওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মাউসে ডান হাত রেখে কম্পিউটারে কাজ করি। তখন কি বাম হাত দিয়ে খাওয়া যাবে? বাম হাত দিয়ে খাওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাম হাত দিয়ে কিছু খাওয়া জায়েজ নেই। রাসুল (সা.) বাম হাতে পান করা বা খাওয়া নিষেধ করেছেন। রাসুল (সা.) এ কথাও বলেছেন যে, ‘শয়তান মূলত বাম হাতে খায় বা পান করে। ’ তাই ইসলামি শরিয়তে বাম হাতে খাওয়া নিষিদ্ধ বিষয়। আপনি কাজ করেন ঠিক আছে কিন্তু খাওয়ার সময় ডান হাতটাই ব্যবহার করবেন। একটু সময় নিয়ে নেবেন খাওয়ার জন্য। এটা তো অনেক বড় বিষয় নয়। যেহেতু এটি হারাম ও নিষিদ্ধ বিষয় তাই বাম হাতে না খাওয়াই উত্তম।