আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে পাত্রের সামনে থ্রি-পিস পরে যাওয়া জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৩৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বিয়ের আগে পাত্রের সামনে থ্রি-পিস পরে যাওয়া জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন: বিয়ের আগে পাত্রের সামনে থ্রি-পিস পরে যাওয়া জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে পরিবেশের ওপর নির্ভর করছে। এক্ষেত্রে আপনি যদি ঢেকে যান তাহলে উত্তম। এক্ষেত্রে বোরকা পরাটাই উত্তম। আর এই বিষয়ে আমরা আগেও অনেক বলেছি যে, বিয়ের আগে এটা বাধ্যতামূলক নয় যে ছেলে বিয়ের আগে মেয়েকে দেখতেই হবে। দুই পরিবারকেই এটার বিকল্প ভাবা উচিত। এটা দুই পরিবারের জন্যই উত্তম ও নিরাপদ বিষয়। এটা নিয়ে সন্দেহ নেই।