আপনার জিজ্ঞাসা
ভাঙা আয়নায় মুখ দেখা কি উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে শিউলি জাহান জানতে চেয়েছেন, ভাঙা আয়নায় মুখ দেখা কি উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের আয়নায় ফাটা দাগ কিংবা একটু ভেঙে গেলে মা-চাচিরা বলেন ফেলে দিতে। আমার জানতে চাওয়া হলো, ভাঙা আয়নায় মুখ দেখলে কী হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আয়না ফেটে গেলে ফেলে দেওয়ার বক্তব্যটি নাজায়েজ নয়। কারণ ভাঙলে তো ফেলে দেওয়াই স্বাভাবিক। এটি ইসলামে নিষিদ্ধ কিছু না। কিন্তু পরের বক্তব্য হলো, ভাঙা অথবা ফেটে যাওয়া আয়নায় মুখ দেখলে খারাপ কিছু হবে—এই কথাটি পুরোপুরি কুসংস্কার। যদি এই কারণে আপনাকে ভাঙা আয়নায় মুখ দেখতে মানা করে থাকেন তাহলে সেটি পুরোপুরিই কুসংস্কার কথা। ভাঙা আয়নায় মুখ দেখার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই