আপনার জিজ্ঞাসা
মনে মনে তালাক দিলে কি হয়ে যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা গাজীপুর থেকে জিল্লুর রহমান জানতে চেয়েছেন, মনে মনে তালাক দিলে কি হয়ে যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মনে মনে তালাক দিলে কি হয়ে যায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন, মনে মনে তালাক দিলে তালাক হয় কি না! নাহ, তালাক মনে মনে দেওয়ার বিষয় নয়। মনে মনে যেটা আমরা করে থাকি সেটা হলো কল্পনা। এই কল্পনার কোনো অস্তিত্ব নেই। বক্তব্য হলো কাজ। এ জন্য কল্পনার জন্য মানুষদের আল্লাহ গুনাহ দেবেন না, যদি না পরিকল্পনা করে কেউ যদি ব্যভিচারের কল্পনা করে। ব্যভিচার নিয়ে ভাবনা কল্পনা নিয়েই শুরু হয়। তাই সেটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ হওয়ার কারণে এটা গুনাহর কাজ হবে। এ ছাড়া কল্পনার জগৎ নিয়ে কোনো নেই। তালাক-বিয়ে, বেচা-কেনা, বিভিন্ন লেনদেন এসব কল্পনার মাধ্যমে কিছুই হয়না। এইগুলো অবশ্যই কাজের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে স্পষ্ট আকারে করতে হবে। তাই বলবো, মনে মনে তালাক দিলে তালাক হয়ে যাবে না।