আপনার জিজ্ঞাসা
মানত পূরণ না করলে কি জান্নাতে যাওয়া যাবে না?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে শিউলি আক্তার জানতে চেয়েছেন, মানত পূরণ না করলে কি জান্নাতে যাওয়া যাবে না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কেউ যদি ভুল রোজা মানত করে এবং সেটা পূরণ করতে না পারে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? এর সমাধান কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা বুঝা যায়নি। মানত নিয়ে সন্দেহ বলতে কী বুঝিয়েছেন? হয়তো—মানত করেছেন নাকি করেননি এমন কিছু বুঝিয়েছেন। যদি এমন সন্দেহ বেশি হয় তাহলে মনে করবেন, যে মানত করেননি। আর যদি কাছাকাছি মনে হয় তাহলে সেটা পূরণ করার চেষ্টা করবেন। আর যদি কোনো নিষিদ্ধ বা হারাম কাজের জন্য করেন তাহলে ওই মানতও নিষিদ্ধ। তখন সেটা পালন করার দরকার নেই। আবার অসম্ভব কিছু হওয়া নিয়েও মানত করা ঠিক নয়। এটা ভুল নয়। সাধ্যহীন মানত করা উচিত নয়। আবার অনেক কঠিন মানতও করা ঠিক নয়। যেমন—সারা জীবন সিয়াম পালন করবেন এমন মানত করাও ঠিক নয়। আবার অনেক সময় মানত পূরণ না করতে পারলে কাফফারা দিবেন। মানতের কাফফারা আর কসমের কাফফারা এক। এই কাফফারা হলো, ১০ জন ফকিরকে এক বেলা খাওয়ার দেবেন। অথবা ১০জন মিসকিনকে কাপড় দেওয়া। অথাবা তিনদিন একাধারে সিয়াম পালন করা। এই সিয়াম পালনের পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।