আপনার জিজ্ঞাসা
মানুষের ওপর শয়তান কখন রাগান্বিত হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাজমুল ইসলাম জানতে চেয়েছেন, মানুষের ওপর শয়তান কখন রাগান্বিত হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মানুষের ওপর শয়তান কখন রাগান্বিত হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানুষের ওপর শয়তান রাগান্বিত হয় তখন যখন দেখে মানুষ আল্লাহর আনুগত্য করে, ইবাদত করে, ঈমানের পথে চলে। আল্লাহর বান্দা যখন ইবাদত করে মনোযোগ দিয়ে তখন শয়তানের অনেক ক্রোধ তৈরি হয়। এটাকে শয়তান নিতে পারে না। এক হাদিসে আছে, দুজন ঈমানদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে যে ভালোবাসা বাড়িয়ে থাকে তখনও শয়তান নারাজ হয়। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি ঘৃনা রাখে তার প্রতি শয়তান তার ওপর খুশি হয়। শয়তান চায় সবসময় মানুষের মধ্যে ঘৃনা সৃষ্টি হোক।