আপনার জিজ্ঞাসা
মুনাফিকী থেকে বেঁচে থাকার উপায় কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে বরিশাল থেকে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন, মুনাফিকী থেকে বেঁচে থাকার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মুনাফিকী থেকে বেঁচে থাকার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মুনাফিকী থেকে বেঁচে থাকার উপায় হলো যেসব কাজ করলে মুনাফিক হয় সেসব কাজ থেকে দূরে থাকা। এসব খারাপ কাজ থেকে নিজেকে যত দূরে রাখা যাবে ততই ভালো। এ ছাড়া মৌলিক উপায় হচ্ছে দুটি। প্রথমত, মুনাফিকের বৈশিষ্টগুলো থেকে নিজেকে দূরে রাখা। দ্বিতীয়ত, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে নিয়মিত আদায় করতে হবে। তাহলে মুনাফিকী থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এতে করে মুনাফিকী থেকে মুক্ত তো হবেনই এমনকি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। যদি পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত জামাতের শুরু থেকে পড়েন ও সব মেনে চলেন।