মুনাফিক চেনার উপায় কী?
মাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৪৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে বরিশাল থেকে জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন, মুনাফিক চেনার উপায় কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মুনাফিক চেনার উপায় কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুনাফিক চেনা কঠিন কিছু নয়। রাসুল (সা.) মুনাফিকের আলামতগুলো নিয়ে হাদিসে বলেছেন। কোরআনে আল্লাহতালাও মুনাফিকের আলামত সম্পর্কে বলেছেন। মুনাফিকের আলামত মূলত তিনটি। প্রথমত, তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। দ্বিতীয়ত যখন ওয়াদা করে সেটা খেলাপ করে। যখন কেউ আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে। আবার আরেকটি হাদিসে এসেছে মুনাফিকের আলামত চারটি। এর মধ্যে আছে, যখন সে কথা বলে তখন খারাপ ভাষা ব্যবহার করে। আবার কেউ বিশ্বাসঘাতকতা করে। এদের মূল বৈশিষ্ট হলে তাদের কথা কাজে কোনো মিল নেই। যাদের মধ্যে এই ব্যাপারটি থাকে সেই মুনাফিক।