আপনার জিজ্ঞাসা
মুরগির গলার রগ খাওয়া কি হারাম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে মাঞ্জুরা সরকার নামের একজন জানতে চেয়েছেন, মুরগির গলার রগ খাওয়া কি হারাম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মুরগির গলার রগ খাওয়া কি হারাম?
উত্তর: ধন্যবাদ, আপনার প্রশ্নের জন্য। না, মুরগির গলার রগ খাওয়া হারাম নয়। হারাম হবে কেন? মুরগি জবাইয়ের পর মুরগির সবকিছুই খাওয়া হালাল। জবাইয়ের পর হারাম থাকে না আর। যদি খাওয়ার মতো হয়, সেটা খাওয়া যাবে। কেউ যদি নিজে থেকে রুচির জন্য না খান, সেটা আলাদা ব্যাপার। রুচিতে না এলে অনেক মানুষ অনেক কিছু খায় না। এখানে দুটো বিষয়। একটি হলো বৈধতা, আরেকটি রুচির বিষয়। মুরগি জবাইয়ের পর খাওয়ার উপযুক্ত সব খাবারই হালাল। এ নিয়ে সন্দেহ নেই। অনেকেই রুচির জন্য খান না। দেখা যায়, অনেকে মুরগির পা খায় না বা মাথা খায় না। এসব রুচির সঙ্গে জড়িত। এর সঙ্গে বৈধতার সম্পর্ক নেই।