আপনার জিজ্ঞাসা
যাদের কবর দেওয়া সম্ভব হয়নি তাদের সাওয়াল পর্ব কীভাবে হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে পলাশ জানতে চেয়েছেন, যাদের মাটি দেওয়া সম্ভব হয়নি তাদের সাওয়াল পর্ব কীভাবে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যাদের কবর দেওয়া হওয়া সম্ভব হয়নি তাদের সাওয়াব পর্ব কীভাবে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যাদের কবর দেওয়া সম্ভব হয়নি কিংবা অস্তিত্বহীন হয়ে গেছে তাদেরও আত্মা রয়েছে। মানুষের মৃত্যুর পর দেহ ও আত্মার পুনরায় সংমিশ্রণ ঘটানো হয়। বারজাখি হায়াতে এটা কোনো সমস্যা নয়। আল্লাহ তাদের দেহ আবার উদ্ধার করবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা ওই অবস্থার মতো যে, একজন মানুষকে মাটি দেওয়ার পর যখন মাটির সঙ্গে মিশে যায় তখন যেভাবে আবার উদ্ধার করা হয় ঠিক সেভাবে অস্তিত্বহীন লাশগুলোকেও আল্লাহ বারজাখি হায়াতে উদ্ধার করবেন। আবার দেহ ও প্রাণের সংমিশ্রণ ঘটাবেন। তখন স্বাভাবিকভাবেই সব হবে।