আপনার জিজ্ঞাসা
লাইলাতুল মেরাজ-এর সময়টা কেমন ছিল?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, লাইলাতুল মেরাজ-এর সময়টা কেমন ছিল? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : লাইলাতুল মেরাজ-এর সময়টা কেমন ছিল?
উত্তর : খুব ধন্যবাদ। অনেক সুন্দর একটি প্রশ্ন। এটাকে আমাদের সমাজে শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বলা হয়ে থাকে। এর প্রকৃত নাম যেটা, সেটা হলো–রেহলাতুল ইসরা ওয়াল মেরাজ। এটি রাসুল (সা.) এর জীবনে একটি বিশেষ সফর, যেটা পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে গমন করেন রাসুল (সা.)। এর দুটি ধাপ ছিল। একটি ধাপ হলো আল ইসরা, আরেকটি হলো আল মেরাজ। ইসরা হচ্ছে রাত্রীর কিছু অংশে ভ্রমণ। যেহেতু রাসুল (সা.) সে সময় রাতের কিছু সময় ভ্রমণ করেছেন, তাই এটিকে বলা হয় ইসরা। এই মর্মে একটি সুরা আছে কোরআনে। সেটি হলো সুরাতুল ইসরাইল। এরপর বাইতুল হারাম থেকে রাসুল (সা.) সপ্তম আসমান, এরপর সর্বোচ্চ মাকাম পর্যন্ত গিয়েছেন। এই সফরটা হলো মেরাজ। এগুলো প্রমাণিত ও স্পষ্ট।