আপনার জিজ্ঞাসা
লোন নিয়ে বাড়ি-গাড়ি কেনা যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯০৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, বাড়ি-গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাড়ি করা কিংবা গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। বাড়ি করা কিংবা গাড়ি কেনার জন্য লোন নেওয়া জায়েজ কি না জানতে চেয়েছেন। বর্তমান সময়ে এটি খুব কমন একটি কাজ। আসলে এই ব্যাপারটি নির্ভর করছে আপনি কোন লোন নিচ্ছেন তার ওপর। এখন আপনি যদি সুদভিত্তিক লোন নেন তাহলে হারাম হবে। এতে কোনো সন্দেহ নেই। সুদমুক্ত কোনো প্রসেস থাকলে সেটা নিতে পারেন। এতে সুদ থাকলে অবশ্যই এটা হারাম। সুদ কোনো কিছুতেই জায়েজ না। তাই চেষ্টা করুন সুদযুক্ত যে কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা। এটাই হলো প্রকৃত নিয়ম।