আপনার জিজ্ঞাসা
সুদের টাকায় ঘুষ দিয়ে চাকরি নিলে তার নামাজ হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭১তম পর্বে ইমেইলের মাধ্যমে মোহাজ্জিম হোসেন গাজীপুর থেকে জানতে চেয়েছেন, সুদে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে তার নামাজ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সুদের টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে তার নামাজ হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটা অদ্ভূত আপনার। তবে এখানে নামাজ হবে। নামাজ হতে কোনো বাধা নেই। তিনি যদি নামাজের সকল নিয়ম মেনে শুদ্ধভাবে নামাজ পড়েন তাহলে হয়ে যাবে। তবে বাকি কথাগুলো অদ্ভূত। তার বাকি কাজগুলো এখানে হারাম। এখানে তার সুদ নেওয়াও হারাম আবার ঘুষ দেওয়াও হারাম। এর জন্য তিনি গুনাহগার হবেন। শাস্তি পাবেন। এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এর সাথে নামাজ না হওয়ার কিছু নেই। নামাজ শুদ্ধভাবে পড়লে নামাজও হবে। আবার তার নেতিবাচক কাজের জন্য গুনাহও হবে। এটা স্পষ্ট বক্তব্য।