আপনার জিজ্ঞাসা
স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কেমন হওয়া উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কেমন হওয়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কেমন হওয়া উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে অনেক বড় বক্তব্য। ইসলামে এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। স্ত্রীর সঙ্গে ন্যায় সঙ্গত, সুন্দর আচরণ করার নির্দেশনা দিয়েছে ইসলাম। যেখানে কোনো অবহেলা থাকবে না, কোনো বাড়াবাড়ি থাকবে না, কঠোরতা থাকবে না, অতি রঞ্জন কিছুও থাকবে না। নিয়মতান্ত্রিক সুন্দর আচরণ করতে হবে। সবটাই হতে হবে ন্যায় সঙ্গত। এটাই হলো এখানে মূলনীতি। স্বামী-স্ত্রী দুজনেরই দুজনের প্রতি দায়িত্ব রয়েছে। এসব নিয়ে আল-কোরআনে দীর্ঘ আলোচনা রয়েছে। এসব আসলে চেতনাগত বিষয়। দুজন দুজনকে বুঝতে হবে। আকিদাগতভাবে মিল থাকতে হবে। দাম্পত্য জীবনের মৌলিক বিষয় হলো, নিজেদের মধ্যে মিল থাকতে হবে। এটা বড় বিষয়। এমন অনেক দায়িত্ব রয়েছে। বিবাহ ও দায়িত্ব এসব বিষয়ে অনেক বইয়ে বিস্তারিত আছে। জেনে নেওয়ার চেষ্টা করবেন।