আপনার জিজ্ঞাসা
স্বামী কৃপণ হলে তার পকেট থেকে অজান্তে টাকা নেওয়া যাবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে আলমগীর ইসলাম জানতে চেয়েছেন, স্বামী কৃপণ হলে তার পকেট থেকে অজান্তে টাকা নেওয়া কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামী কৃপণ হলে তার পকেট থেকে অজান্তে টাকা নেওয়া কি ঠিক? প্রয়োজনে সামান্য টাকা চাইলেও তিনি দেন না। তবে, পকেট থেকে যতবার নিয়েছি একবারও বুঝতে পারেননি। অথচ চাইলে দেন না। এমন আচরণ কি ঠিক আছে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনার স্বামী যদি আপনার মৌলিক যে বিষয়গুলোর খরচ দিয়ে থাকেন তাহলে অতিরিক্ত টাকা এভাবে নেওয়ার কোনো বৈধতা নেই। অতিরিক্ত খরচ আপনি কোথায় করবেন? যদি আপনার সবটাই উনি দিয়ে থাকেন তাহলে আপনি কেন নেবেন? আসলেই কোনো প্রয়োজন আছে কি না সেটা ভেবে দেখুন। আপনার যদি বাজার থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনের সব উনি দিয়ে থাকেন তাহলে এভাবে নেওয়া আপনার উচিত হবে না। আপনার যদি সুনির্দিষ্ট কোনো কিছু দরকার হয় সেটা যদি তিনি না পূরণ করেন তাহলে ভিন্ন কথা। কিন্তু এ ছাড়া স্বামীর পকেট থেকে অজান্তে টাকা নেওয়া জায়েজ নেই। স্বামীর অনেক থাকলেই যে আপনাকে সমস্ত টাকা দিতে হবে এমন তো কোনো কথা নেই। প্রয়োজন ছাড়া এভাবে টাকা নিয়ে আপনি কবিরাহ গুনাহ করছেন। আবার আমানতের খেয়ানতও করছেন। এতে আপনার গুনাহ হচ্ছে। কারণ, নারী তার স্বামীর ঘরের দায়িত্বপ্রাপ্ত। আমানতের রক্ষক। এখন আপনি এভাবে নিলে আমানতের খেয়ানত করবেন।