আপনার জিজ্ঞাসা
হাঁটুতে সমস্যা হলে বিছানায় নাকি চেয়ারে নামাজ পড়া উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে কাজী লতিফা বেগম জানতে চেয়েছেন, হাঁটুতে সমস্যা হলে বিছানায় নাকি চেয়ারে নামাজ পড়া উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হাঁটুতে সমস্যা থাকলে বিছানায় নাকি চেয়ারে বসে নামাজ পড়া উত্তম? এ ক্ষেত্রে বিছানায় বসে নামাজ আদায় করলে, সামনের দিকে পা রাখলে কি পায়ের পাতা ঢাকতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, যিনি ওজরের কারণে বা অসুস্থতার কারণে সালাত করতে পারবেন না, শুধু সে কাজটুকু করা বাদ দিতে পারবেন। বাকি সবকিছুই করতে হবে। নয়তো আপনার সালাতই হবে না। এজন্য আগে বুঝতে হবে—সমস্যাটা কতটা কিংবা কোথায় সমস্যা। শুধু যেটা করতে সমস্যা হবে, সেটাই বাদ যাবে, বাকি সব কিন্তু আপনার করতে হবে। এখন আপনি চেয়ারে বসে পড়বেন নাকি বিছানায় পড়বেন, সেটা নির্ভর করবে আপনার ওজরের ওপর। এখন আপনার ওজর না বুঝলে এটা সুস্পষ্টভাবে বলা মুশকিল।