আপনার জিজ্ঞাসা
হাত তুলে দোয়া করার দলিল কোথায় পাব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে কাতার থেকে জাকির হোসেন জানতে চেয়েছেন, হাত তুলে দোয়া করার দলিল টা কোথায় পাব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হাত তুলে দোয়া করার দলিল কোথায় পাব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিতরের সালাতের মধ্যে হাত তুলে দোয়া করার বিষয়টি নিয়ে অনেক আমল সাব্যস্ত আছে। অনেকেই হাত তুলে দোয়া পড়েছেন। সাহাবিদের ধরন ছিল এভাবে। অনেকেই দোয়া কুনুত পড়ত। সাহাবিদের আমল দ্বারা এটি প্রমাণিত। এ ছাড়া এটা নিয়ে অনেক হাদিস আছে। একটি খুঁজে দেখলে পেয়ে যাবেন। কিতাবগুলো পড়বেন। এটা নিয়ে একাধিক কিতাব আছে।