আপনার জিজ্ঞাসা
হারাম উপার্জনের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে আশরাফুল আলম সিরাজগঞ্জ জানতে চেয়েছেন, হারাম উপার্জনের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অতীতের হারাম উপার্জনের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি? এখন থেকে ওই উপার্জন বর্জন করলেও তার কিছু টাকা দিয়ে হজ করা যাবে কি?
উত্তর : প্রথম কথা হচ্ছে, অতীতের হারাম উপার্জনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনেপ্রাণে নিজেকে নিবেদন করবেন। ক্ষমা চাইবেন। তওবা করবেন। দ্বিতীয় কথা হলো, আপনি যে সমস্ত উপার্জন মানুষের কাছে জোর করে নিয়েছেন সেগুলো তাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে বান্দার হক পূরণ করবেন। সেই সুযোগ যদি না থাকে তাহলে আপনার কাছে হিসাব থাকলে সেটা আল্লাহর রাস্তায় দান করবেন। তখন নিয়ত করবেন যে, আল্লাহ আমি মানুষের হক নষ্ট করেছি এইগুলো তাদের পক্ষ থেকে দান করছি। এরপর তাদের জন্য আপনি দোয়া করুন। এইগুলো আপনার কাজে দেবে। আরেকটি বিষয় হলো, হারাম উপার্জন থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি আপনার হালাল উপার্জন দিয়ে হজ করলে আল্লাহ সেটা কবুল করবেন।