আপনার জিজ্ঞাসা
১০ বছরের বাচ্চাদের নামাজে পর্দার বিধান কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে শওকত আলী জানতে চেয়েছেন, ১০ বছরের বাচ্চাদের নামাজে পর্দার বিধান কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ১০ বছরের বাচ্চাদের নামাজে পর্দার বিধান কী?
উত্তর: ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। একটি বাচ্চার যদি ১০ বছর হয়ে যায় আর সে যদি মেয়ে হয় তাহলে তার পরিপূর্ণ পর্দা করতে হবে। সালাতে যে বিধান রয়েছে সেই অনুযায়ী তাকে করতে হবে। এখানে বুঝতে হবে যে, সালাতে যেটা সেটাকে পর্দা বলে না। সালাতে যেটা সেটা হলো সতর ঢাকা। সালাতের যেই সতর থাকে ১০ বছর হলে মেয়েরা সেই বিধানই মানবে। এর নিয়ম হলো, সে তার মুখমণ্ডল-পায়ের কব্জি ছাড়া সব ঢেকেই নামাজ পড়বে। এটা স্পষ্ট বিধান। এখানে পায়ের উপরের অংশ ঢাকা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। তবে বিশুদ্ধ বক্তব্য হলো, পায়ের উপরের অংশ ঢেকে পড়বেন।