আপনার জিজ্ঞাসা
স্ত্রী কি চাইলে স্বামীকে জাকাত দিতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৪তম পর্বে মাসুম কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : স্ত্রী কি নিজের আয় থেকে স্বামীকে জাকাত দিতে পারবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। স্বামীকে জাকাত দিয়ে আর্থিকভাবে সাহায্য করতে পারবে কি না সে ব্যাপারে জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে স্বামী ও স্ত্রী পরস্পর একে অন্যের পরিপূরক। এখন স্ত্রী টাকা জমা করছেন যার থেকে জাকাত আসছে। অথচ স্বামী অভাবী। এই মাসআলা সত্যিই অদ্ভুত। এই প্রশ্ন হয়তো এই যুগে দেখে আমাদের শুনতে হচ্ছে। ইসলামের স্বর্ণালী যুগে এটা ভাবাও যেত না। আপনি চাইলে স্বামীকে জাকাত দিতে পারবেন। কিন্তু জাকাত না দিয়ে এমনেই তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন। আর স্বামী যদি এমনেও মিসকিন হন তাকে জাকাত দিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই।