আপনার জিজ্ঞাসা
রোজার শেষ ১০ দিনে বিশেষ আমল আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৪তম পর্বে মাসুম কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, রোজার শেষ ১০ দিনে বিশেষ কোনো আমল আছে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : রোজার শেষ ১০ দিনে বিশেষ কোনো আমল আছে কি? আমরা তো জানি এখন নাজাতের সময়।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। তবে, আপনার রমনাজ মাস নিয়ে কিছু ভুল ধারণা আছে। আপনি বলেছেন, এখন শেষ ১০দিন নাজাতের দিন। এই বিষয়টি পুরোটাই গলদ। এই ধারণা বদলাতে হবে। কারণ শুধু রোজার শেষের ১০দিন না। পুরো রমজান মাসই নাজাতের। প্রতিটা রাতেই আল্লাহ নাজাত দেন। আর এই ১০ দিনের বিশেষ আমল অবশ্যই আছে। এই ১০ দিনে অনেক আমল আছে। রাসুল (সা.) এই ১০ দিন সবচেয়ে বেশি ইবাদত করতেন। এই ১০ দিনের মতো ইবাদত আর অন্য কোনো সময় করতেন না। এইগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন।