আপনার জিজ্ঞাসা
কোন দোয়া পড়লে শয়তান পালিয়ে যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছে, কোন দোয়া পড়লে শয়তান পালিয়ে যায়?অনুলিখন করেছেন রেখা আক্তার।
কোন দোয়া পড়লে শয়তানের হায়ে জ্বালাপোড়া হয়? শয়তান পালিয়ে যায়?
উত্তর : শয়তানের প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে ইস্তেয়াজা করতে হবে। অনেক ইস্তেয়াজা আছে এইগুলা নিয়মিত পড়লে শয়তান দ্রুত পালিয়ে যায়। তবে শয়তানের সব কাজ যদি নিজেই করেন তাহলে আর প্রস্থান করবে না। শয়তানের কাজ থেকে যিনি বিরত থাকেন তিনি যখন শয়তানের ফাঁদ উপলব্ধি করলে তখন দোয়া পড়লে শয়তান পালিয়ে যাবে। আর যিনি শয়তানের এজেন্ডাধারী মানুষ তার শত দোয়া পড়ে লাভ নেই। অবশ্যই শয়তানের এজেন্ডা থেকে নিজেদের মুক্ত রাখতে হবে।