জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করা হয়েছে। এতে সারা দেশ থেকে সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগীকে খুঁজে বের করে আনা হবে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা, জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীগণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি ৪৯৫ টি উপজেলা, ৬৪ জেলা হয়ে আটটি বিভাগকে ১৫ টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে চারটি জোন, চট্টগ্রাম মহানগরীতে তিনটি, রাজশাহী ও খুলনা মহানগরীতে দুটি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে একটি করে জোন হিসেবে মোট ১৫ টি জোনে ভাগ করা হয়েছে। জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর, ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসসমূহে যোগাযোগ করা যেতে পারে।