এনআরবিসি ব্যাংক ও আইসিবি অ্যাসেটের চুক্তি স্বাক্ষরিত
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
আইসিবির ১৫টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে আইসিবি অ্যাসেট। ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিকরণের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং উপব্যবস্হাপনা পরিচালক এ টি এম আহমেদুর রহমান।
আইসিবি অ্যাসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।