পুঁজিবাজারে লেনদেন কমলেও বেড়েছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৭ ডিসেম্বর) প্রধান সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে বাজার মূলধন। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪৮৩ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৭১ লাখ টাকা। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৬৫৮ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ৩৫৮ কোটি ৬৮ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৩ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭ দশমিক ৩৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ দশমিক ৮৮ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির এবং কমেছে ৬৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ৮৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৫ সকোটি ৭৪ লাখ টাকা, বিডি থাইয়ের ১৯ কোটি ৯১ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৭ কোটি ৭৩ লাখ টাকা, রূপালী লাইফের ১৪ কোটি ১০ লাখ টাকা, ইন্ট্রাকোর ১২ কোটি ৬৯ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১১ কোটি ১৬ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের ১০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
সিএসইতে আজ ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার চার কোটি ৯৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৮ হাজার ৭৭৭ কোটি ৭৪ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৩ দশমিক ৫৯ পয়েন্টে। সিএসই৩০ সূচক দুই দশমিক ৭৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক এক দশমিক ৬১ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক শূন্য আট পয়েন্ট বেড়েছে। এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৮২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির দুই কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এ ছাড়া ইউনিয়ন ব্যাংকের এক কোটি ৯০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৮৩ লাখ টাকা, গ্রামীণফোনের ৭১ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩৪ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৩ লাখ টাকা, বিডি থাইয়ের ২৯ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ২৯ লাখ টাকা, সাউর্থইস্ট ব্যাংকের ২৮ লাখ টাকা এবং ফু-ওয়াং সিরামিকের ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।