৬০ শতাংশ বেড়ে এশিয়াটিক ল্যাবরেটরিজ উত্থানের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন বা ‘এন’ ক্যাটাগরির এশিয়াটিক ল্যাবরেটরিজ গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর বেড়েছে ৬০ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৩৮ টাকা ৮০ পয়সা, যা ৭ মার্চে ছিল ২৪ টাকা ২০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ৬০ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭৫ হাজার ৬৫৬টি শেয়ারের লেনদেন হয়েছে।
২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি। রিজার্ভে রয়েছে ৩৪১ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৪০ দশমিক ৭১ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৫ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় লেনদেন তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে ‘জেড’ ক্যাটাগরির পিপলস লিজিংয়ের শেয়ার। কোম্পানিটি এক কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ৩২ লাখ ৫৪ হাজার ৬৭০টি শেয়ারের কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) শেয়ারটির সমাপনী দর দাঁড়ায় চার টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৭ মার্চ) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল তিন টাকা। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে এক টাকা ৬০ টাকা বা ৫৩ দশমিক ৩৩ শতাংশ।
শীর্ষ তৃতীয়তে এসেছে ‘বি’ ক্যাটাগরির এসএস স্টিলের শেয়ার। কোম্পানিটি ৮০ কোটি পাঁচ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। পাঁচ কোটি সাত লাখ ৯০ হাজার ৫৩৫টি শেয়ারের কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) শেয়ারটির সমাপনী দর দাঁড়ায় ১৬ টাকা ২০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৭ মার্চ) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে তিন টাকা ৩০ টাকা বা ২৫ দশমিক ৫৮ শতাংশ।
শীর্ষ চতুর্থতে এসেছে ‘বি’ ক্যাটাগরির গোল্ডেন হারভেষ্ট এগ্রোর শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৮০৬টি শেয়ারের কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) শেয়ারটির সমাপনী দর দাঁড়ায় ১৯ টাকা ২০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৭ মার্চ) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৫ টাকা ৮০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে তিন টাকা ৪০ টাকা বা ২১ দশমিক ৫২ শতাংশ।
শীর্ষ পঞ্চমে এসেছে ‘বি’ ক্যাটাগরির গোল্ডেন সনের শেয়ার। কোম্পানিটি ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। পাঁচ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৯৮৫টি শেয়ারের কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) শেয়ারটির সমাপনী দর দাঁড়ায় ২৩ টাকা ২০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৭ মার্চ) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে চার টাকা ১০ টাকা বা ২১ দশমিক ৪৭ শতাংশ।
গেল সপ্তাহে দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের (‘বি’ ক্যাটাগরি) ১৩ দশমিক ৫৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (‘বি’ ক্যাটাগরি) ১২ দশমিক ৭২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের (‘বি’ ক্যাটাগরি) ১০ দশমিক ৫৭ শতাংশ, বিডি থাই ফুডের (‘বি’ ক্যাটাগরি) ১০ দশমিক ১০ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের (‘জেড’ ক্যাটাগরি) ৯ দশমিক ৩০ শতাংশের দর উত্থান হয়।