সূচক উত্থানেও বেশির ভাগ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৩ জুন)। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৮ দশমিক ২৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ৩১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৬ পয়েন্ট। পরে ক্রয়ের চাপ কিছুটা কমে। এতে সূচকের উত্থান গতিও কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৪৪ মিনিটে ডিএসইএক্সের উত্থান হয় ৩৯ পয়েন্ট। পরে ক্রয়ে চাপ কমে বিক্রয়ের চাপ বাড়ে। দিনশেষে সূচক ডিএসইএক্স উত্থান হয় মাত্র তিন পয়েন্ট। এদিন কমেছে ২৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন বেড়ে ৪৮৫ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে দুই হাজার ৭০০ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৩৫০ কোটি এক লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৪৭ দশমিক ১৩ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ দশমিক ৬৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক শুন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৭ দশমিক ৫০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১১টির ও কমেছে ২৩২টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৫টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নদার্ন জুটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।