সূচক পতনে শেষ হলো লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৪ জুন)। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৪ দশমিক ৫৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম চরা মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় চার পয়েন্ট। পরে বিক্রির চাপ বাড়তে থাকে। এতে সূচক পতনে চলে আসে। লেনদেনের শুরুর প্রথম ৩২ মিনিটে ডিএসইএক্সের পতন হয় ৩৩ পয়েন্ট। পরবর্তীতে দিনশেষে সূচক ডিএসইএক্স পতন হয় ২৬ দশমিক ৯৫ পয়েন্ট। এদিন ২৫৫টি কোম্পানির শেয়ারে দরপতন। লেনদেন কমে ৪৭৯ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ৩৬৬ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৫ হাজার ৯৮৩ কোটি ৬৫ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৬ হাজার ৩৫০ কোটি এক লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২২০ দশমিক ১৮ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৪৭ দশমিক ১৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪২ দশমিক ৮৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৭ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির ও কমেছে ২৫৫টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সমতা লেদারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।