আধঘণ্টায় লেনদেন ৫৬ কোটি টাকা, সূচকের উত্থান
সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০ টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আজ বুধবার (২৬ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম তিন মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। পরে সূচকের উত্থান গতি কমে গিয়ে চলে আসে পতনে। লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২ পয়েন্ট। পরবর্তীতে সেখান থেকে ফের উত্থানে আসে সূচক। লেনদেনের শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্সের উত্থান হয় ১৬ দশমিক ৩১ পয়েন্ট। এসময়ে ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ২৫৮ দশমিক ১৪ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক চার দশমিক ৬১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৫৪ দশমিক ১৭ পয়েন্ট ও এক হাজার ৮৮৭ দশমিক ৬৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার। লেনদেন করেছে ছয় কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চার কোটি ৪৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের তিন কোটি ৬৭ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ৭২ লাখ টাকা, রবির এক কোটি ৯৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের এক কোটি ৬৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার এক কোটি ৬৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৪৯ লাখ টাকা, লিন্ডে বিডির এক কোটি ১৫ লাখ টাকা এবং গ্লোবাল হেভি কেমিক্যালের এক কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।