সূচকের উত্থানে বেড়েছে মূলধন ও লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৬ জুন)। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেনে বেড়ে ছয়শ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার ৩৮৭ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই ডিএসই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম তিন মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। পরে সূচকের উত্থান গতি কমে গিয়ে চলে আসে পতনে। লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে ডিএসইএক্স পতন হয় দুই পয়েন্ট। সেখান থেকে ফের উত্থানে আসে সূচক। পরবর্তীতে দিনশেষে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬০ দশমিক ৮৮ পয়েন্ট। এদিন ৬২ শতাংশ কোম্পানির শেয়ারে দর উত্থান হয়।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬০৫ কোটি ১২ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৫ হাজার ২২ কোটি ৯০ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৯ হাজার ৬৩৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩০২ দশমিক ৭২ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৪১ দশমিক ৮৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৩ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫১টির ও কমেছে ৮৯টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৪টির। লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির ৬২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।