দরপতন ৭৯ শতাংশ কোম্পানির, কমেছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ (২৮ জুলাই থেকে ১ আগস্ট)। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে ১৩ দশমিক ৭৩ শতাংশ। মূলধন কমেছে দশমিক ৬৭ শতাংশ। কোম্পানির শেয়ারে দরপতন ৭৯ দশমিক ১৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৩৮২ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে ১৭৪ কোটি ১৬ লাখ টাকা।
এদিকে গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি ১০ লাখ টাকায়। আগের সপ্তাহের বৃহস্পতিবারে এই মূলধন ছিল ছয় লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬০ লাখ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ২২০ কোটি ৪৪ লাখ টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৭৮ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫৫৫ কোটি ১১ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, দর কমেছে ৩২৭টির বা ৭৯ দশমিক ১৮ শতাংশ ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির। লেনদেন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার।
সপ্তাহটিতে সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স ৭৯ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩৩৩ দশমিক ৯৪ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৩১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯০০ দশমিক ৮৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৭ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৬৫ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক এক দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫২০ দশমিক ৭২ পয়েন্টে।