উত্থানে ডিএসই, মূলধন বেড়েছে ৬২৬৩ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৮ আগস্ট)। এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৬ হাজার ২৬৩ কোটি টাকা। গত কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বুধবার লেনদেনের পরিমাণ বেড়েছে ১৪৮ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৭৫০ কোটি ২৪ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৬৭৫ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৮৯ হাজার ৪১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৫৬ দশমিক ৭১ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৮৫ দশমিক ৭৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৪ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৭ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭১টির বা ৬৮ দশমিক শূন্য ৯ শতাংশ ও কমেছে ৭৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ম্যারিকো বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার।