সূচক কমলেও লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১২ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমল ৩৫ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে। লেনদেন বেড়ে আজ ৫৭৭ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
অনুসন্ধানে জানা যায়, গত সোমবার লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার দুই কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭০ হাজার ৯৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৯৮ দশমিক ৩৬ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৩৩ দশমিক ৪২ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক সাত দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭০ দশমিক ১০ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৬টির ও কমেছে ২১৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৫ কোটি ২৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২৩ কোটি ৯৬ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৫৪ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ১৭ কোটি ৪৪ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৫ কোটি তিন লাখ টাকা, গ্রামীণফোনের ১৪ কোটি ৩৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৯৭ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১৩ কোটি ৬৭ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ২২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।