বেশির ভাগ কোম্পানির দর কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৮ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে পাঁচ পয়েন্ট। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে। লেনদেন কমে আজ ৩০৭ কোটি টাকার ঘরে চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৮টির ও কমেছে ২১৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৪টির। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৫৮ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩০৭ কোটি এক লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৮ হাজার ৭৭৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ৬৯৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৯২০ কোটি ৪৩ লাখ টাকা।
আজ ডিএসইএক্স পাঁচ দশমিক ৭৭ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৮৫ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯০ দশমিক ৭৭ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক এক দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৩৫ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবের ১০ কোটি পাঁচ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের আট কোটি ৪০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের আট কোটি ২৩ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের আট কোটি টাকা, আফতাব অটোর সাত কোটি ৭৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৯৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ছয় কোটি ৫৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ছয় কোটি ৩২ লাখ টাকা এবং রবি আজিয়াটার পাঁচ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে দুলামিয়া কর্টনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসোসিয়েট অক্সিজেনের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ১৯ শতাংশ।