অধিনায়ক তামিমের পথচলা শুরু
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নিজের অধ্যায়ের ইতি টেনেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিদায়ী সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বস্তি এনে দিয়ে নেতৃত্ব ছাড়েন তিনি।
মাশরাফীর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বুধবার থেকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস জিতেছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করতে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে তাঁর দল।
নিজের স্পেলের দ্বিতীয় ওভারে ক্যারিবীয় ওপেনার সুনিল আমব্রিসকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মুস্তাফিজুর রহমান। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় অতিথিরা। এরপরই শুরু হয় বৃষ্টি। তবে ম্যাচের শুরুতে বেশ সাবলীল দেখা যায় নতুন অধিনায়ক তামিমকে।
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। গত বছর ১১ মার্চের পর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লাল-সবুজের দলের। মাঝের এই সময়টা ক্রিকেটারদের মাঠের বাইরে রেখেছে করোনাভাইরাস। গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার কথা থাকলেও সেটিতেও বাধ সাধে করোনা। অবশেষে শেষ হলো বাংলাদেশের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে অপেক্ষার ইতি টেনেছে স্বাগতিকরা।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রিফার।