অনন্য রেকর্ড গড়লেন সাকিব
গত ম্যাচেই এক ওভারে ৩০ রান দিয়ে সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। আজ সোমবার সিরিজের শেষ ম্যাচে তিনি হলেন জয়ের নায়ক। মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন চার উইকেট, সঙ্গে গড়েছেন নতুন একটি কীর্তি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট নিয়েছেন তিনি।
৯৮ উইকেট নিয়ে আজকের ম্যাচটি শুরু করেছিলেন সাকিব। বল হাতে এসেই ম্যাথু ওয়েডকে বোল্ড করে শুরু করেন তিনি। এর পরের ওভারেই বল হাতে তুলে নেন টার্নারকে। সাকিবের বলে শর্ট কাভারে মাহমুউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টার্নার।
নিজের ৮৪ ম্যাচে এসে উইকেট শিকারের সেঞ্চুরি করেন সাকিব। শততম উইকেট নেওয়ার দিনে নাথান এলিস ও অ্যাডাম জাম্পাকেও আউট করেছেন তিনি। সাকিবের দাপুটে বোলিংয়ে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে অজিদের এটাই সর্বনিন্ম দলীয় সংগ্রহ। আগেরটি ছিল ৭৯। ২০০৫ সালে সাউাম্পটনে ইংল্যান্ডের কাছে ১৪.৩ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় তারা।
এই কীর্তিটি প্রথম গড়েছিলেন লঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। লঙ্কান ক্রিকেটার ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করেছেন।
অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচটা ৬০ রানের বড় ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেন স্বাগতিকরা। ব্যাট হাতে ১১ রান করেন সাকিব। বল হাতে ৩.৪ ওভারে ৯ রানে ৪ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে এটা তাঁর দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং। তাঁর সেরা বোলিং ফিগার ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট।
পাঁচ ম্যাচের সিরিজে ২২ গড়ে রান সাকিবের। যা এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতে ৭ উইকেট শিকার করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।