অবশেষে ইপিএলে ব্যাট করার সুযোগ পেলেন তামিম
গত ২৫ সেপ্টেম্বর মাঠে গড়ায় নেপালের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত ২৬ সেপ্টেম্বর প্রথম মাঠে নামেন তামিম। কিন্তু বৃষ্টির কারণে সে ম্যাচে ব্যাট করা হয়নি তাঁর। ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। পরের ম্যাচও হয়নি।
এভারেস্ট প্রিমিয়ার লিগে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে তামিম অবশেষে ব্যাটিং করেছেন। বিরাটনগর ওয়ারিয়র্সকে হারিয়েছে তামিমের দল। বিরাটনগর প্রথমে ব্যাট করে ৮৯ রান করে। ছোট লক্ষ্যে সহজেই জয় পায় ভাইরাহাওয়া। ওপেনিংয়ে নেমে তামিম খুব একটা সুবিধা করতে পারেননি। একটি চার-ছক্কায় ১৩ বলে ১২ রান করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
এদিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না তামিম। সম্প্রতি দেশের হয়ে তিনটি সিরিজে খেলেননি এই বাঁহাতি ওপেনার। অনুশীলনের ঘাটতি ও সিরিজগুলোকে তাঁর জায়গায় যাঁরা খেলেছেন তাঁদের সুযোগ দিতেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তিনি। তবে ইপিএলে খেলছেন তামিম।