অবশেষে কলকাতার একাদশে লিটন
অবশেষে অপেক্ষা ফুরাল। তাকে একাদশে দেখবে বলে ভক্তদের যে আশা ছিল, পূর্ণ হলো সেটি। আইপিএলে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষিক্ত হলেন লিটন দাস। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির বিরুদ্ধে লিটনকে একাদশে সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। ৯ এপ্রিল দেশ ছাড়েন তিনি। লিটন যাওয়ার পর ১৪ ও ১৬ এপ্রিল কলকাতা দু'টো ম্যাচ খেললেও একাদশে জায়গা হয়নি লিটনের। কিন্তু সর্বশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে হেরে যায় কলকাতা। যেখানে দলের উইকেটরক্ষক ও ওপেনার রহমতউল্লাহ গুরবাজ অবদান রাখতে ব্যর্থ হন।
লিটনও উইকেটরক্ষ ব্যাটার হয় প্রতিদ্বন্দ্বিতা মূলত আফগান তারকা গুরবাজের সঙ্গে। কিন্তু পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ গুরবাজ করেন যথাক্রমে শূন্য ও আট রান। তার ব্যর্থতাই একাদশে লিটনের দরজা খুলে দিয়েছে।
কলকাতার ওপেনিংয়ে অধিনায়ক নিতিশ রানা আছেন। গুরবাজের পরিবর্তে রানার সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশ। সেক্ষেত্রে মিডল অর্ডারে দেখা যেতে পারে লিটনকে। তা যেখানেই খেলাক, প্রথমবার দলে জায়গা মিলেছে অবশেষে। এবার নিজেকে প্রমাণের পালা বাংলাদেশি এই তারকার।